শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ : গাজীপুরে ডুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ

আগের সংবাদ

সব বিভাগে চরম অবহেলা

পরের সংবাদ

বড় ডানা বানিয়ে রেকর্ড পালুমবোর

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আকাশে ওড়ার শখ অনেকেরই থাকে। অনেকেই ভাবেন, এক জোড়া ডানা থাকলে পাখির মতো নির্বিঘেœ উড়ে বেড়ানো যেত। এমন ভাবনা থেকে আস্ত এক জোড়া ডানা বানিয়ে ফেলেছেন ইতালির আরিয়ানা পালুমবো। তবে সেই ডানা এত বড় যে তা দিয়ে উড়তে পারেননি। তবে পেয়েছেন স্বীকৃতি। বিশ্বের সবচেয়ে বড় মেকানিক্যাল ডানা বানানোর রেকর্ড এখন তার দখলে।
আরিয়ানা পেশায় একজন চিত্রকর ও কসপ্লেয়ার; অর্থাৎ বিভিন্ন ধরনের বিশেষ পোশাকের নকশা করেন তিনি। মূলত এ কারণে বড়সড় ডানা বানানোর শখ চেপে বসে তার মাথায়। ২০১৯ সালে আরিয়ানা কসপ্লের বিশ্ব আসরে অংশ নেন। সেখানে বিভিন্ন নকশাবিদের কাজ তাকে অনুপ্রাণিত করে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে বড় এক জোড়া ডানা বানানোর পরিকল্পনা করেন আরিয়ানা। সেই ভাবনা বাস্তবে রূপ পায় চলতি বছরের জানুয়ারি মাসে। আরিয়ানা এক জোড়া ডানা বানিয়েও ফেলেন। সেটি ৬ দশমিক ২২ মিটার বা ২০ দশমিক ৪ ফুট লম্বা। গত এপ্রিলে ইতালির মিলানে এক অনুষ্ঠানে তিনি এ ডানার প্রদর্শনী করেন।
২০ ফুটের বেশি লম্বা ডানা বানিয়ে আরিয়ানা নাম লেখান গিনেস বুকে। আরিয়ানা জানান, শখ পূরণের উদ্দেশ্যে নিজের জন্যই তিনি এ ডানা বানিয়েছেন। এ জন্য দীর্ঘদিন ধরে তাকে অর্থ জমাতে হয়েছে। বছরখানেকের অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। শখ পূরণের পাশাপাশি বিশাল এ ডানা তাকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়