শিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা

আগের সংবাদ

ভোট ঘিরে তৎপর কূটনীতিকরা

পরের সংবাদ

পূর্ণিমার জোয়ারের প্রভাব : নির্মাণের ৩ মাসেই বেড়িবাঁধে ভাঙন

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম. এ মান্নান, কুতুবদিয়া (কক্সবাজার) থেকে : কুতুবদিয়ায় কাঁচা বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করল ভেতরে। পূর্ণিমায় জোয়ারের তাণ্ডবে উপজেলার কৈয়ারবিল বিন্দা পাড়ায় কাঁচা বেড়িবাঁধে ভাঙন ধরেছে। অতিরিক্ত জোয়ার থাকবে আরো ৩ দিন। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া না হলে পার্শ্ববর্তী উত্তর কৈয়ারবিল ও ফৈত্যার পাড়ায় উঠবে লবণাক্ত সাগরের পানি।
স্থানীয় বাসিন্দা আহমেদ হোছাইন, জাহাঙ্গীর আলম, রমজান আলী, মুরশিদা বেগম জানান, অমাবস্যা-জোয়ারে অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে কাঁচা বাঁধে ধাক্কা লাগে। গতকাল থেকে পূর্ণিমার জোয়ারে অস্বাভাবিক পানি বেড়ে কৈয়ারবিল বিন্দা পাড়া নামক স্থানে কাঁচা বেড়িবাঁধে ভাঙন চলছে। উপচে পড়ছে সাগরের পানি। প্রকট আকার ধারণ করেছে প্রায় ৩০০ মিটার বাঁধে। জোয়ার থাকবে আরো ৩ দিন। জরুরি পদক্ষেপ না নেয়ায় আশপাশের ৩ গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি, সবজি ক্ষেতে ঢুকছে লবণাক্ত পানি।
বিন্দা পাড়ার সুজা উদ্দিন, বাঁধ সংলগ্ন বাসিন্দা আবু তালেব জানান, শুধু জোয়ারের পানিতেই চলে গেছে তাদের ২৫ বিঘা জমি। হঠাৎ পূর্ণিমার জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভেঙে যাচ্ছে বাঁধ। এভাবে পানি বাড়লে বৃহস্পতিবারের মধ্যে ৩০০ মিটার বাঁধ বিলীন হয়ে যাবে। ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম জানান, বাঁধ ভেঙে যাচ্ছে। তারা অসহায়ের মতো দেখছেন। কিছুই করতে পারছেন না। ইতোমধ্যে উপচেপড়া লোনা পানি ঢুকে সবজি ক্ষেত, আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক আকবর খান জানান, অনিয়ম করে বালু দিয়ে বাঁধের নিচ থেকে মাটি নিয়ে ফের বাঁধে দেয়ায় জোয়ারের ঢেউয়ের আঘাতে ভেঙে যাচ্ছে বাঁধ। ফলে আশপাশের ৩ গ্রামে সহজেই লবণ পানি ঢুকে ছড়িয়ে পড়ছে। দ্রুত মাটি ভরাট করে জিও ব্যাগ বসিয়ে ভাঙন ঠেকানো যেতে পারে বর্ষা মৌসুমে।
একই কথা জানান কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর। কাঁচা বেড়িবাঁধ নির্মাণে ঈগল রিচ কন্সট্রাকশন লি. ৭০ শতাংশ বালুর কাজ করে গেছে মাত্র ৩-৪ মাস আগে। এত অল্প সময়ে জোয়ারের আঘাতে ভেঙে গেল বাঁধ। বাঁধের নিচ থেকেই বালু নেয়ায় সহজেই ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। এটি বারবার বলার পরেও কেউ খোঁজ নেয়নি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়