বরিস জনসন : বিয়ের পার্টির পরিকল্পনা বদল

আগের সংবাদ

রপ্তানিতে বিরূপ প্রভাবের শঙ্কা : ইউরোপে মন্দার প্রভাব পড়বে রপ্তানি আয়ে, বিদেশি ক্রেতা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেডিকেল ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি : ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিরল উপজেলার সিঙ্গল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে নিউ প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার। কর্মসূচির সহযোগিতায় ছিল স্টুডেন্ট ব্লাড ডোনেট এসোসিয়েশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজসেবক বুলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিউ প্লাজমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুল ইসলাম। আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলে এ আয়োজনের মধ্য দিয়ে জনসাধারণের মাঝে রক্তদানের উপকারিতা জানান দেয়া ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

প্রীতি ক্রিকেট ম্যাচ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে এসএসসি ১৯৯০, ৯১, ৯২ ও ৯৩ ব্যাচের মধ্যে টি-১০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে চার দলের এ খেলায় ৯৩ ব্যাচের জি-৯৩ একাদশ ৩৭ রানের ব্যবধানে এ্যাডভাঞ্চার-৯০ একাদশকে হারায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হারুন অর রশিদ, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র এনালিস্ট অফিসার মো. মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজামান আজাদ জামান, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমুখ।

পরিচ্ছন্নতা অভিযান

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কুতুবদিয়ায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে। আবাম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের অন্তত ৯টি স্বেচ্ছাসেবী সংগঠন গত সোমবার সন্ধ্যায় উপজেলা সদর বড়ঘোপ সমুদ্র সৈকত, মুক্তমঞ্চ, ঝাউবাগানসহ বেশ কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ বলেন, অপরূপ পর্যটন সম্ভাবনার দ্বীপ কুতুবদিয়ায় পর্যটকদের আকৃষ্ট করতে বিশাল সৈকতকে পরিষ্কার রাখার বিকল্প নেই। প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে যাবতীয় আবর্জনাসহ বিশেষ করে ক্ষতিকারক পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

ঈদ পুনর্মিলনী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে গত সোমবার রাত ৮টায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আকরাম হোসেন আকিসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ময়না ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল হক মৃধা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর মো. সামসুজ্জামান আকবর, কো-চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল প্রমুখ।

কুরবানির মাংস বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ৯শ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। গত সোমবার সদর উপজেলার সালন্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামী মিশনের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও ফিল্ড অফিস ইনচার্জ মো. নুর নবী, বিশ্ব ইসলামিক মিশনের দাখিল মাদ্রাসার সুপার মো. নূরে আলম, কমিউনিটি মবিলাইজার মো. সামসুল হক, এ কে এস আখতারুজ্জামান, নিলুফার ইয়াসমিন প্রমুখ।

এ সময় ৯ শতাধিক পরিবাররের প্রত্যেককে ২ কেজি করে গুরুর মাংস দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়