বরিস জনসন : বিয়ের পার্টির পরিকল্পনা বদল

আগের সংবাদ

রপ্তানিতে বিরূপ প্রভাবের শঙ্কা : ইউরোপে মন্দার প্রভাব পড়বে রপ্তানি আয়ে, বিদেশি ক্রেতা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের

পরের সংবাদ

দৌলতপুরে ১৬ শিক্ষক পেলেন সম্মাননা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর উপজেলার সদর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯১ এসএসসি ব্যাচের ছাত্রদের আয়োজনে বিদ্যালয়ের ১৬ শিক্ষককে সম্মাননা দেয়া হয়েছে। ‘বিনম্র শ্রদ্ধায় অবনত মোরা হে মানুষ গড়ার কারিগর’ এ স্লোগানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে শিক্ষক সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিকান্দার আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু উপেন্দ্রনাথ মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাদেব বাবু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, শিক্ষক প্রাণেশ চন্দ্র রায়, তৎকালীন ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও ম্যানেজিং কমিটির সহসভাপতি ডা. ইমান আলী ও আব্দুস ছালাম (লাল), প্রাক্তন শিক্ষার্থী ডা. ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, শিক্ষক আব্দুস ছালাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহ আলম, ডা. গোপাল সরকার, শিক্ষক শাহজাহান আলী, দরবেশ আলী, শিক্ষক মফিজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চকমিরপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।
মরণোত্তর সম্মাননাপ্রাপ্তরা হলেন মো. নুরুল আমিন, সুধীর কুমার সরকার, আকবর আলী, সুরেশ চন্দ্র মন্ডল, মো. আফাজ উদ্দিন। এছাড়া অন্যরা হলেন সাবেক প্রধান শিক্ষক বৃন্দাবন চন্দ্র মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী, শিক্ষক প্রাণেশ চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ মন্ডল, শিক্ষক মহাদেব বাবু, শিক্ষক তৈয়ব আলী সরদার, সাবেক প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, সুধীর কুমার মিত্র, কে এম সফি আলম, শিক্ষক দরবেশ আলী ও মন্জুরুল ইসলাম শহিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়