বরিস জনসন : বিয়ের পার্টির পরিকল্পনা বদল

আগের সংবাদ

রপ্তানিতে বিরূপ প্রভাবের শঙ্কা : ইউরোপে মন্দার প্রভাব পড়বে রপ্তানি আয়ে, বিদেশি ক্রেতা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের

পরের সংবাদ

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা : স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্ত্রীকে যৌতুকের দাবিতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার শাপলা বেগমের (২০) বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাপলার স্বামী ফয়সাল আলীকে (২৫) গ্রেপ্তার করে। মামলার বিবরণে জানা যায়, গত ২১ সালের ২৫ এপ্রিল সদর উপজেলার পদমপুর গ্রামের শাপলা বেগম প্রেম করে সদর উপজেলার কাচনা তালতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে ফয়সালকে বিয়ে করে। বিয়ের পর থেকেই ফয়সাল যৌতুকের জন্য শাপলার কাছ থেকে টাকাপয়সা দাবি করে আসছিলেন। ঈদ উপলক্ষে ফয়সালের পরিবার শাপলাকে কৌশলে তাদের বাড়িতে ডেকে পাঠায়। শাপলার পরিবারের লোকজন জামাইয়ের জন্য একটি স্বর্ণের আংটি বানিয়ে শাপলাকে শনিবার রাতে ফয়সালের বাড়িতে পাঠান। শাপলা সেখানে গেলে যৌতুকের টাকার জন্য চাপ দিলে তা দিতে অস্বীকৃতি জানায় শাপলা। এ সময় ফয়সাল ও তার পরিবারের লোকজন শাপলাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। প্রতিবেশী দারাজ গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে একই গ্রামে তার খালা বেগমের বাড়িতে দিয়ে আসেন। বিষয়টি শাপলার বাবা জানার পর মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রথমে গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়