করোনা সনদ জালিয়াতি : হাইকোর্টে রিজেন্ট সাহেদের জামিন আবেদন খারিজ

আগের সংবাদ

‘নিষেধাজ্ঞায় মানবাধিকার লঙ্ঘন’ > মুন্সি ফয়েজ আহমেদ : আমাদের প্রধানমন্ত্রী উচিত কথা বলেছেন

পরের সংবাদ

মিরসরাই : পৃথক অভিযানে ২ মাদক কারবারি আটক

প্রকাশিত: জুলাই ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে জসিম উদ্দিন (৩২) এবং মো. আব্দুল্লাহ (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাদি ফকিরহাটের পার্শ্ববর্তী গাছবাড়িয়া এলাকা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- পটুয়াখালীর পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার আলতাফ হোসেনের ছেলে জসিম উদ্দিন এবং অন্যজন টেকনাফ থানার লেংগুর বিল এলাকার ইয়াহিয়ার ছেলে আব্দুল্লাহ।
মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে হাদি ফকিরহাটের নিকটবর্তী গাছবাড়িয়া এলাকায় রনি রানা বাস থেকে জসিম উদ্দিনকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহকে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, আব্দুল্লাহ পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবার বিষয়টি প্রথমে অস্বীকার করে। এরপর একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্স-রে করলে তার পেট থেকে ইয়াবা দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে ইয়াবাগুলো বের করা হয়। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়