মুম্বাইয়ে ভবনধসে নিহত ১৯

আগের সংবাদ

বানভাসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

পরের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (৪০) হত্যার দায়ে স্বামী আলাউদ্দীনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার নতুন ইসলামপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, গত ২০১৪ সালের ২৭ জুন সকালে স্ত্রী ফাতেমাকে বেড়ানোর কথা বলে সঙ্গে নিয়ে বের হয় আলাউদ্দীন। পরদিন সদর উপজেলার চর অনুপনগর গ্রামের একটি ক্ষেতে ফাতেমার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা আবদুর রাজ্জাক। মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার গোলাম মর্ত্তূজা ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আলাউদ্দীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়