বিশেষ অধিকার ক্ষুণ্ন : এমপি হারুনের নোটিস নাকচ করলেন স্পিকার

আগের সংবাদ

ঢাকার তৃণমূলে আ.লীগের পদ পেলেন ৫৪ হাজার কর্মী : থানা-ওয়ার্ডে পদ পাচ্ছেন আরো সাড়ে ১২ হাজার > সংগঠন গোছাতে মাঠ চষে বেড়াচ্ছেন নগর নেতারা

পরের সংবাদ

মাধবপুর : সোনাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে রাবার ড্যাম ভাঙন ও সোনাই নদীর ব্রিজ হুমকির মুখে ও রাস্তা ভাঙার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চৌমুহনী বাজারে সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ডা. এনামুল হক সাহারাজ, ফরিদুল রহমান ফরিদ, আব্দুল মালেক, ফিরোজ আহামেদ, আনিছুল আব্দাল শাহ লিটনসহ অনেকেই।
বক্তারা বলেন, সোনাই নদীর বালুমহালের একটি অংশ ইজারা নিয়ে পুরো সোনাই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে চৌমুহনী রাবার ড্যামটি ধসে গেছে, সোনাই নদীর উপর ব্রিজটি হুমকির মুখে। তাছাড়া বালু পরিবহনের কাজে বড় বড় ট্রাক ব্যবহার করায় রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সোনাই নদীর পাড়ের অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়