টিপু হত্যা মামলা : মুসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আগের সংবাদ

ভিটাহীন সংসার, আকাশ মাথায় : বহু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানির নিচে, সিলেট-সুনামগঞ্জে নতুন করে বাড়ছে পানি

পরের সংবাদ

ভেড়ামারায় মানববন্ধন : পদ্মার ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি

প্রকাশিত: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বারোমাইল, টিকটিকিপাড়া, মুন্সিপাড়া পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে তিন গ্রামের বাড়িঘর হুমকির মুখে রয়েছে। ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে গতকাল সোমবার হাজারো নারী-পুরুষ পদ্মানদীর পাড়ে মানববন্ধন করেছে।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, গত ৭ দিনে পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। ইতোপূর্বে আউশ ধান, কলা, পেঁয়াজ, রসুন করলা সবজির মাঠ নদীতে ভেঙে গেছে। এক সপ্তাহের ভাঙনে ৫/৬শ বিঘা জমি নদীতে চলে গেছে। এর আগেও ভেঙেছে। এখন বাড়িঘর ভাঙনের মুখে। নদী এখন একশ মিটার দূরে রয়েছে। রোধ করা না হলে সব নদীগর্ভে চলে যাবে আমরা ভিটা ছাড়া হয়ে পথে বসতে হবে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনুর প্রতিনিধি জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু, ইউপি সদস্য ফারুক হোসেন, ইউপি সদস্য সফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, কয়েকদিন আগে নির্বাহী প্রকৌশলী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সার্ভে করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলেই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও ভাঙন কবলিত এলাকা নিয়ে স্টাডি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়