দৈনিক ওঠানামার মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী

আগের সংবাদ

জনগণের সাহসেই পদ্মা সেতু : বন্যার দুর্ভোগ ও ক্ষতি কমাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার > বিএনপির নেতা কে? সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ড. মশিউর রহমান : মানবিক বাংলাদেশ আমাদের লক্ষ্য

প্রকাশিত: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য টেকসই উন্নয়নের মানবিক বাংলাদেশ। যে বাংলাদেশ সৃষ্টির পেছনে রয়েছে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির করুণ ইতিহাস। গত সোমবার গাজীপুর চৌরাস্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিআইএসটি আয়োজিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি।

উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালে সবুজ-শ্যামল বাংলাদেশে সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত হবে। আমাদের প্রতিদ্ব›দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র নয়। আমাদের প্রতিদ্ব›দ্বী সেইসব ধনবান রাষ্ট্র নয়, যাদের ধনবান হওয়ার কিছুদিন পরে ধর্মের নামে, সংস্কৃতির নামে অথবা আধিপত্যের নামে যুদ্ধ করতে হয়। আমাদের সুস্পষ্ট আকাক্সক্ষা- গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তোলা।
প্রকৌশলী আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রফিকুল ইসলাম, অগ্রণী মডেল কলেজের সভাপতি আবদুল আলিম, অধ্যাপক নুরুল আমিন, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিআইএসটির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়