বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

দৈনিক ওঠানামার মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগী

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দৈনিক ওঠানামার মধ্য দিয়েই বাড়ছে ডেঙ্গু জ¦রে আক্রান্ত মোট রোগীর সংখ্যা। এখনো সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে রাজধানী ঢাকায়। গতকাল সোমবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় (১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। এর মধ্যে ২৬ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মাত্র ১ জন।
অধিদপ্তরের তথ্য বলছে, নতুন ২৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৪ জন। এর মধ্যে (ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে) ১১০ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ৪ জন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬৭ জন। মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে (২০ তারিখ পর্যন্ত) ৪২৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়