বন্যায় উদ্ধার ও ত্রাণ : সরকারের উদাসীনতার তীব্র নিন্দা ও ক্ষোভ বাম জোটের

আগের সংবাদ

ত্রাণ পৌঁছেনি প্রত্যন্ত জনপদে : এখনো পানিবন্দি লাখ লাখ মানুষ, সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

পরের সংবাদ

টিপু-প্রীতি হত্যা : রিমান্ড শেষে তিন আসামি কারাগারে

প্রকাশিত: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- ইসতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন ওরফে জিতু এবং রাকিবুর রহমান ওরফে রাকিব।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসিন শিকদার তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, ১৬ জুন ইসতিয়াক আহম্মেদকে তিন দিনের এবং ১৭ জুন ইমরান ও রাকিবকে দুদিনের রিমান্ডে পেয়ে ডিবি কার্যালয়ে সতর্কতার সঙ্গে রিমান্ডে থাকা অন্যান্য আসামিদের মুখোমুখি ও পৃথক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ধূর্ততার সঙ্গে নিজেদের মামলার দায় থেকে মুক্ত রেখে জবাব দেয়ার চেষ্টা করলেও মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইসতিয়াক হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহকারীদের সঙ্গে এবং ইমরান হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের গুলি সরবরাহকারীদের সঙ্গে সম্পৃক্ত মর্মে তথ্য পাওয়া গেছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিদের দেয়া তথ্যাদি যাচাই-বাছাই শেষে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় রিমান্ডের আবশ্যকতার বিষয়টি অবগত করার পাশাপাশি জামিনের বিরোধিতা করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাজাহানপুরে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না ও রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়