উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

বাবা দিবসে অনাথ শিশুদের পাশে ফ্রেশ হ্যাপি ন্যাপি

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। কিন্তু যারা বাবার স্নেহ, ছায়া থেকে বঞ্চিত- কীভাবে কাটছে তাদের এই দিন? এই বিশেষ দিনে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার। বিজ্ঞপ্তি
অনাথ শিশুদের নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান এসওএস শিশু পল্লীর পরিচালিত সমীক্ষামতে, বাংলাদেশে অনাথ শিশুর সংখ্যা প্রায় ৪৪ লাখ। যার একটি বিশাল অংশই কোনোদিন জানতে পারেনি বাবা কী। সরকারি-বেসরকারি কিছু উদ্যোগ থাকলেও, তাদের কল্যাণকর জীবনযাপনের জন্য তা এখনো যথেষ্ট নয়। তাদের পাশে দাঁড়াতে, এই বাবা দিবসে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার তুলে ধরেছে মানবিক এক আহ্বান। আমাদের নিজেদের কথা, আমাদের সন্তানদের কথা ভাবার পাশাপাশি অনাথ শিশুদের নিয়েও একবার চিন্তা করার অনুরোধ সবার।
এরই লক্ষ্যে, ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার ফেসবুক পেইজে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ তারা পৌঁছে দিচ্ছে অনাথ শিশুদের কল্যাণে।
বিস্তারিত জানতে : https://www.soschildrensvillages.ca/bangladesh

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়