উদ্ধার করা হয়েছে সুনামগঞ্জে আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে

আগের সংবাদ

আশ্রয়-খাবার নেই, ত্রাণ নামমাত্র : সিলেট-সুনামগঞ্জে বন্যার ভয়ংকর নির্মমতা > দুই জেলায় তিনজনের মৃত্যু > সিলেটের সঙ্গে যোগাযোগ চালু

পরের সংবাদ

একদিনের বৃষ্টিতেই ঢাকায় ‘জলজট’ ছিল ভোগান্তিও

প্রকাশিত: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত শুক্রবার ছিল আষাঢ় মাসের তৃতীয় দিন। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েক দফায়। হালকা, মাঝারি ও ভারি বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়েছে ঢাকার বেশ কয়েকটি এলাকায়। বিশেষ করে ঢাকার নতুন ওয়ার্ডগুলো ঘিরে মূলত জলজটের সৃষ্টি হয়েছে। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার সড়কেও পানি আটকে ছিল কয়েক ঘণ্টা। যদিও দিনটি ছিল ছুটির দিন। তারপরও পথ চলতে অনেকটা ভোগান্তিতেই পড়তে হয়েছিল পথচারীদের। তবে যানজট ছিল অনেক কম। গত শুক্রবারের জলজটের কিছুটা ভোগান্তি গতকাল শনিবারও পোহাতে হয়েছে ঘর থেকে বের হওয়া নাগরিকদের। সিটি করপোরেশনও দ্রুত পানি নিষ্কাশনের কুইক রেসপন্স টিম নামিয়েছিল সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে।
সরজমিন দেখা গেছে, গত শুক্রবার বিকাল ৪টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোয় পানি জমে যায়। মুষলধারার বৃষ্টির পানি জলজটের সৃষ্টি করে। কোনো কোনো সড়কে হাঁটু সমান পানিও জমেছিল। দিনভর ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গতকাল শনিবারও ছিল তাই। শুক্রবারের বৃষ্টিতে বাদ যায়নি রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, কুড়িল এলাকাও। ওই সব এলাকার নাগরিকরা জলজটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। কেউ কেউ নিজের ফেসবুক পোস্ট থেকে লাইভ করেছেন। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডসহ কয়েকটি এলাকাতেও এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় ঢাকার সড়কগুলোতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন কুইক রেসপন্স টিমের সদস্যদের মাঠে নামিয়েছে। তারাও দ্রুত পানি নিষ্কাশনের কাজ করেছে। সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও প্রকৌশলীরাও মাঠে কাজ করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র আবু নাছের ভোরের কাগজকে জানান, শুক্রবারের বৃষ্টিতে যেসব এলাকায় সামান্য জলজটের সৃষ্টি হয়েছে। সেসব এলাকায় পানি দ্রুত নিষ্কাশনের আমাদের কুইক রেসপন্স টিম কাজ করেছে। তারা দ্রুত পানি নিষ্কাশনে ভূমিকা রেখেছে। ঢাকায় জলজট বা জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত খাল পরিষ্কারের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়