সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

রূপগঞ্জে চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার মামলায় চিহ্নিত চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন ও তার সহযোগী রানা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দিন খাঁন রূপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোদ্দা মৌজায় আরএস ১৩০ ও ১৩১নং দাগে ২১ শতক জমি ক্রয় করে সীমানা পিলার স্থাপন করে ভোগ দখল করে আসছেন। পরে ওই জমিতে বসতঘর নির্মাণকাজ করতে এলে টেকনোয়াদ্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন, একই এলাকার রানা ও রাসেল মিয়াসহ আরো অজ্ঞাত লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৭ জুন ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির দেখাশোনার কাজে নিয়োজিত কেয়ারটেকার রহমতউল্লাহকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে এবং জমিতে থাকা স্থাপনা ভাঙচুর করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়