সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

নাটোর : অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের দণ্ড

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : অবৈধ অস্ত্র সংরক্ষণসহ নিজ হেফাজতে রাখার মামলায় মশিউর রহমান নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান বড়াইগ্রাম উপজেলার ল²ীপুর নন্দীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মশিউরের বাড়ির ছাদে লুকানো অবস্থায় একটি লোহার তৈরি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ মশিউরকে গ্রেপ্তার করা হয়। পরে মশিউরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও নিজ হেফাজতে রাখার দায়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক শরীফ উদ্দীন আসামি মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়