নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

ছুরির মতো ধারালো নখের ডাইনোসর

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ডাইনোসরের দুটি পা। দুটিতেই ছুরির মতো ধারালো নখ। ৬ কোটি ৬০ লাখ থেকে সাড়ে ১৪ কোটি বছর আগে এ প্রজাতির ডাইনোসর এশিয়ার উপকূলীয় এলাকাজুড়ে দাপিয়ে বেড়াত। নতুন এক গবেষণায় নতুন প্রজাতির এ ডাইনোসরের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন ও জাপানি বিজ্ঞানীরা এ গবেষণা করেছেন। বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম লাইভ সায়েন্স বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, দ্বিপদী এ ডাইনোসর ক্রিটেসিয়াস যুগের। জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে পাওয়া জীবাশ্ম বিশ্লেষণ করে নতুন প্রজাতির এ ডাইনোসর শনাক্ত করা হয়েছে। গবেষকরা বলেন, এশিয়া অঞ্চলের সামুদ্রিক পললভূমিতে পাওয়া প্রথম জীবাশ্ম এটি। এই জীবাশ্ম বিশ্লেষণ করে ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান মেলে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘প্যারালিথেরিজিনোসরাস জাপোনিকাস’। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, এ ডাইনোসর থেরিজিনোসর গোত্রের অন্তর্ভুক্ত। এ গোত্রের ডাইনোসর মূলত দ্বিপদী। এটি তৃণভোজী ও তিন আঙুলবিশিষ্ট ডাইনোসর। আর এ প্রজাতির ডাইনোসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ছুরির মতো নখ। ধারালো সেই নখ প্রাণী শিকারের চেয়ে গাছপালা কাটাকাটিতে বেশি ব্যবহার করত এ ডাইনোসর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়