নাটোরে বন্ধুকে খুন : ১৪ মামলার আসামি রাসেল ঢাকায় গ্রেপ্তার

আগের সংবাদ

সাক্কুর পরাজয় পাঁচ কারণে

পরের সংবাদ

খালি পায়ে অঙ্গারের ওপর হেঁটে দগ্ধ ২৫

প্রকাশিত: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের একটি এলাকায় দল গঠনের অনুশীলন করতে গিয়ে জ্বলন্ত কয়লার উপর হেঁটে দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। পরে অদ্ভূত এই অনুশীলনের কারণে পুড়ে যাওয়া ক্ষত সারাতে চিকিৎসা নিতে হয়েছে তাদের। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জুরিখ শহরের ঠিক দক্ষিণের আউ উপদ্বীপে এই ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ বলছে, দলটির সদস্যরা কয়েক মিটার দীর্ঘ জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছিলেন এবং কিছুক্ষণ পর তারা ব্যথা অনুভব করেন। কীভাবে কয়লায় আগুন ধরিয়ে দেয়া হয়েছিল অথবা তারা কেমন করে কয়লার আগুন পেরিয়ে গেছেন, তা এখনো পরিষ্কার নয়।
এ ঘটনায় স্থানীয় কর্মকর্তারা তদন্ত শুরু এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটার এই চর্চা অনেকের কাছে ফায়ার-ওয়াকিং নামে পরিচিত। এতে খালি পায়ে গরম অঙ্গার অথবা কয়লার শয্যার ওপর দিয়ে হাঁটতে হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়