আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

পাবনায় ২ রাইস মিলের জরিমানা

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দুটি রাইস মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করে বিক্রির অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জাহিরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ঈশ্বরদীর চকনারিচা এলাকায় অবস্থিত আল্লাহর দান অটো রাইস মিল ও মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটি তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে ‘কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্পেশাল মিনিকেট চাল’ নামে প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল।

এই অভিযোগে প্রতিষ্ঠান দুটি থেকে ২০ হাজার ও ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমানসহ ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়