আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

একনেকে রামেবি প্রকল্প অনুমোদন

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : অবশেষে অনুমোদন হলো বহুল প্রতীক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্প। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন হয়। প্রায় ১ হাজার ৮৬৭ কোট টাকা ব্যয়ে রাজশাহীর বড় বনগ্রাম বারপাড়া ও বাজে সিলিন্দা মৌজার প্রায় ৬৮ একর জায়গার উপর নির্মিত হবে দেশের প্রথম পরিকল্পিত এ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হলে ১০টি অনুষদের অধীনে ৬৮টি বিভাগের মাধ্যমে প্রতি বছর ৭৮০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। এছাড়া এটি প্রতিষ্ঠিত হলে ডাক্তার ও নার্সসহ বিভিন্ন পেশার প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এর দ্বারা উত্তর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষ উন্নত চিকিৎসার আওতায় আসবেন। এছাড়া চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বহির্গমনের ফলে প্রতি বছর ব্যয়িতব্য প্রায় ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং এ নগরীর অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ বিষয়ে রামেবি উপাচার্যের একান্ত সচিব ইসমাঈল হোসেন বলেন, শিগগিরই শুরু হবে প্রতিষ্ঠানটির জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া।

প্রাথমিক পর্যায়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মসজিদ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসি বাসভবন, ডরমেটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্টসহ মোট ২১টি গুরুত্বপূর্ণ কাজ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়