আবহাওয়ার পূর্বাভাস : অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগের সংবাদ

কুমিল্লায় ভালো ভোটের পর ফলাফল নিয়ে উত্তেজনা : রিফাতকে জয়ী ঘোষণা > অজ্ঞাত ফোনের পর হামলা > মনগড়া ফল : অভিযোগ সাক্কুর

পরের সংবাদ

আজ মুকসুদপুর পৌরসভা নির্বাচন

প্রকাশিত: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : আজ বুধবার মুকসুদপুর পৌরসভার নির্বাচন। ভোটগ্রহণের জন্য উপজেলা নির্বাচন অফিস সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৩৪৮। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৬৩৫ জন, মহিলা ৮ হাজার ৭১৩ জন। মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দীন আল মামুন রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. হাচেন উদ্দীন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের রহমান রাশেদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করছেন। এবারের নির্বাচনে মেয়র প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল আলম শিমুল (জগ), মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু (চামচ), আহাজ্জাদ মহসিন খিপু মিয়া (মোবাইল) এবং সাইফুল উদ্দীন বিদ্যুৎ (নারকেল গাছ)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়