মির্জা ফখরুল : খালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই

আগের সংবাদ

কুমিল্লায় ইসির ‘এসিড টেস্ট’

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রশিদা বেগম, হাইওয়ে থানার ওসি হান্নান শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : বোরহানউদ্দিনের জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন সংসদ সদস্য।

কর্মশালা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিশেষভাবে গবিব মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগগুলোর বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউএনওর যোগদান

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কুলিয়ারচরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা কর্মস্থলে যোগ দিয়েছেন। গত রবিবার বিকালে নিজ দপ্তরে যোগদান শেষে গতকাল সোমবার তিনি উপজেলার সব সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। সাদিয়া ইসলাম লুনা কুলিয়ারচর উপজেলার ইউএনও হিসেবে যোগদানের আগে রাজবাড়ীর কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ৩৩তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মো. সাইদুজ্জামান খান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।

মাদকরোধে কর্মশালা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল-হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়