ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : শনাক্ত শতকের আর আক্রান্ত ২ শতাংশের ঘর ছাড়াল

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও শনাক্ত রোগীর সংখ্যা শতকের ঘর ছাড়িয়েছে। সেই সঙ্গে শনাক্তের হারও ছাড়িয়েছে দুই শতাংশের ঘর। দেশে গত ২৫ মার্চ একদিনে শনাক্ত রোগীর সংখ্যা শতকের বেশি ছিল। ওই দিন শনাক্ত হয়েছিল ১০২ জন। এরপর আর শনাক্তের সংখ্যা শতকের ঘর অতিক্রম করেনি। গতকাল রবিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি পরীক্ষাগারে ৫ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬ শতাংশ। মোট শনাক্ত ১০৯ জনের মধ্যে ১০৩ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে ১০১ জন ঢাকা (মহানগরসহ) জেলাতে শনাক্ত হয়েছে। বাকি ছয়জন যেসব জেলায় শনাক্ত হয়েছে সেগুলো হলো- জয়পুরহাটে তিনজন, চট্টগ্রামে দুজন আর নওগাঁতে একজন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুশূন্য শনিবারে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭১ জন। নমুনা পরীক্ষা হয় ৬ হাজার ২২৫টি। শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। শুক্রবার ৬৪ জন রোগী শনাক্ত হয়। পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ছিল ৪ হাজার ৭৫৫টি। মৃত্যুশূন্য শুক্রবারে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। বৃহস্পতিবার ৫ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। ওই দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৭৭৪টি। এর মধ্যে রোগী শনাক্ত হয় ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন। আর মোট প্রাণহানীর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়