ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কুমিরা নামক স্থানে বিএম কন্টেইনার ডিপোতে গত ৪ জুন তারিখ আনুমানিক ২৩০০ রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, এর নির্দেশে ২৪ পদাতিক ডিভিশন ওই দিন রাত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অগ্নিনির্বাপণ এবং উদ্ধার অভিযানে সহায়তার অংশ হিসেবে ডিপোর বিষাক্ত কেমিক্যাল যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকরী ব্যবস্থা নেয়। অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের সিএমএইচ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এছাড়া গুরুতর আহত ব্যক্তিদের বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম হতে ঢাকায় আনা হয়। আইএসপিআর
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি ওই এলাকায় উপস্থিত হয়ে সার্বিক সহায়তা কার্যক্রম অবলোকন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখতে সেনাবাহিনী প্রধান নির্দেশনা দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়