ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : সীমানা প্রাচীরসহ কর্মচারীদের ঘর ভাঙল ডিএসসিসি

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানা প্রাচীর ও কর্মচারীদের ঘর ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে শাঁখারিবাজার রাস্তার পাশে ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে পড়ে।
কর্মচারীরা জানান, বিকালের দিকে দেয়াল ও ঘর ভেঙে পড়ে। যখন ভেঙে পড়ে তখন ঘরে কেউ ছিল না। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তবে ড্রেনের পানিতে আমাদের অনেক জিনিসপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। ভেঙে গেছে অনেক কিছু। এছাড়া রাতে জিনিস সামলানো কঠিন হয়ে যাবে। কোথায় থাকব এটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতি দ্রুত কিছু না করলে সমস্যায় পড়ব আমরা। এদিকে সরজমিনে ৫-৬ জনের প্রাচীর ঘেঁষা ঘর ভেঙে যেতে দেখা গেছে। এছাড়া বাকি দেয়ালগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়।
এ বিষয়ে সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী মো. প্যারিশ বলেন, বিষয়টি আমরা দেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আসতে বলা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পরে কাজটির ঠিকাদার মো. সোহেল ভোরের কাগজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দুই-এক দিনের মধ্যে আমরা নতুন করে দেয়াল করে দেব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সিটি করপোরেশন কাজ করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরসহ কর্মচারীদের ঘর ভেঙে ফেলেছে। আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা নিরাপত্তা হিসেবে আপাতত আজ (গতকাল) টিনের বেড়া লাগিয়ে দেবে। ধ্বসে যাওয়ার সময় সবাই ঘরের বাইরে ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অনেক অংশ ভেঙে গেছে। সিটি করপোরেশন টিনের বেড়া দিয়ে দেবে। প্রাচীর নির্মাণের বিষয়েও কথা বলব আমরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়