ঐক্য পরিষদের বিবৃতি : ধর্ম মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দে ধর্মীয় বৈষম্য অবসান দাবি

আগের সংবাদ

নিছক দুর্ঘটনা নাকি নাশকতা : সীতাকুণ্ড ট্র্যাজেডি

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : সিএ ওসাসুনা

প্রকাশিত: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

স্পেনের পামপ্লোনা শহরের ফুটবল ক্লাব সিএ ওসাসুনা। ক্লাবটির পুরো নাম ক্লাব আতলেতিকো ওসাসুনা, তবে ওসাসুনা নামেই বেশি পরিচিত তারা। ওসাসুনার ডাকনাম লস রোজিলোস বা দ্য রেডস। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালের ২৪ অক্টোবর এবং ক্লাবটির নাম ঠিক করেন বেঞ্জামিন মার্টিনেজ। তারা বর্তমানে স্পেনের প্রথম শ্রেণির পেশাদার লিগে অংশ নেয়। ক্লাবটির স্টেডিয়ামের নাম এল সাদার, যেখানে তারা তাদের সব হোম ম্যাচে অংশ নিয়ে থাকে। স্টেডিয়ামটিতে একসঙ্গে ২৩ হাজার ৫৭৬ জন দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ১৯২৮ সালে যখন স্পেনের পেশাদার লিগ শুরু হয়, তখন ওসাসুনা স্পেনের তৃতীয় বিভাগে খেলা শুরু করে। এরপর ১৯৩১-৩২ মৌসুমে প্লে-অফ খেলে ‘সেগুন্দা ডিভিশন’ বা দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করার সুযোগ পায়। এর তিন মৌসুম পর স্পেনের প্রথম শ্রেণির পেশাদার লিগ লা লিগায় উত্তীর্ণ হয়। প্রথম বিভাগে সুযোগ পাওয়ার মৌসুম এবং তারপরের মৌসুমে তারা পরপর দুইবার কোপা দেলরের সেমিফাইনালে থেকে বিদায় নেয় তারা। ক্লাবটি দ্বিতীয় ও তৃতীয় বিভাগে শিরোপা জিতলেও স্পেনের প্রথম শ্রেণির পেশাদার ফুটবলে কোনো শিরোপা জিততে পারেনি। ২০০৫ সালে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করে ওসাসুনা। কিন্তু সেবার রিয়াল বেটিসের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
– কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়