ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : হেডফোন লাগিয়ে ফ্রি ফায়ার গেম খেলার সময় দিনাজপুর চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রামের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। ছোট থেকেই হৃদয় চিরিরবন্দরে তার নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করত। সে একই উপজেলার আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয় হৃদয়। কানে হেডফোন লাগিয়ে গেম খেলার একপর্যায়ে রেললাইনের উপর গিয়ে বসে সে। ওই সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি একাধিকবার হর্ন দিলেও কানে হেডফোন থাকায় তা শুনতে পায়নি হৃদয়। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়