জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

আলোচনায় কেকেকে নিয়ে রূপঙ্করের পোস্ট

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী কেকে মারা যাওয়ার পর আলোচনায় এসেছে রূপঙ্কর বাগচি ও নজরুল মঞ্চের অব্যবস্থাপনা। মঙ্গলবার রাত থেকেই এ দুই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। রূপঙ্করকে নিয়ে নানা নেতিবাচক কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার বিকেলে কেকেকে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলার শিল্পীরা কোনো অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য- আমরা সবাই কেকের থেকে ভালো গান গাই!’
মৃত্যুর পর সে কথাই ঘুরেফিরে আসছে। রূপঙ্কর সুর বদলে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গেছেন। ওর সেই বয়স নয়। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। ওর ওপর কেন রাগ থাকবে? আমি ওর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাদের ভুল।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়