নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আগের সংবাদ

কালো টাকার অবাধ সুযোগ! : বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিরল উদ্যোগ, কর দেয়ায় নিরুৎসাহিত হবে সৎ করদাতারা

পরের সংবাদ

মেহেরপুরে ইসির সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

প্রকাশিত: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : পৌরসভা ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.)। এ সময় নির্বাচন কমিশনার বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। অষ্টম ধাপের এই স্থানীয় নির্বাচন আমরা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে চাই। সেজন্য প্রার্থীসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী ও এনএসআইর উপপরিচালক মো. ইমদাদুল হক, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়