নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

আগের সংবাদ

বাড়ছে সম্ভাবনা, তবুও শঙ্কা! রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পশ্চিমা ক্রেতাদের ক্রয় ক্ষমতায় প্রভাব পড়েছে > পোশাক খাত

পরের সংবাদ

নতুন মাইলফলকে মুশফিক

প্রকাশিত: মে ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিমুহূর্তে একজন ক্রিকেটারের পরিবর্তন সাধন হয়। এক মানুষ যেমন দ্বিতীয়বার একই নদীতে কখনো নামার সুযোগ পায় না, তেমনি প্রতিটি বল প্রতিটি ম্যাচ একজন ক্রিকেটারের অভিজ্ঞতার ঝুলিতে নতুন কিছু গেঁথে রাখে। এভাবে শূন্য অভিজ্ঞতা নিয়ে অভিষেক হওয়া এক ক্রিকেটার একদিন সাফল্যের শীর্ষে পদার্পণ করে। এই যাত্রাকালে অনেক বাধা বিপত্তিকে জয় করতে হয়। সেইসঙ্গে প্রয়োজন একজন ক্রিকেটারের অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র বাসনা। প্রত্যেকটি নতুন ম্যাচে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কঠোর পরিশ্রমেরও কোনোভাবে কমতি রাখে না। বিশ্বে প্রতিটি ক্রিকেটারকেই এই প্রতিযোগিতায় নিয়মিত জড়িয়ে থাকতে হয়। অন্যথায় প্রাপ্তির খাতায় কিছু যোগ না করেই ক্যারিয়ারের ইতি টানতে হয়। এই দীর্ঘ প্রক্রিয়ায় মাধ্যমে হাঁটি হাঁটি পায়ের প্রাপ্তির খাতায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ছুয়েছেন ৫ হাজার রানের মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ৬৮ রানে পিছিয়ে ছিলেন তিনি। ২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। এরপর থেকে একের পর এক ম্যাচ জয়ী অবদান রেখে নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের আগে ৮০ ম্যাচে ১৪৮ ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৪৮ ইনিংসে ২৫ হাফসেঞ্চুরি ও ৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩টি ডাবল সেঞ্চুরি। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখার দৃঢ় অপেক্ষায় আছে টাইগার ওপেনার তামিম ইকবাল। ঘরের ছেলের ঘরেই মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যবশত তা আর হয়নি। এমনকি প্রথম বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানের মাইলফলকেও তামিম রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পেয়েছিল। চট্টগ্রামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর পর করেছেন শতরানের পার্টনারশিপ। এরপর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়েছেন। ম্যাচ শুরুর আগে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখার জন্য তামিমের প্রয়োজন ছিল ১৫২ রান। ক্যারিয়ারের দশম শতক হাঁকানোর পরই সবার আগে ভোরের সূর্যের ন্যায় ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর সম্ভাবনা জেগেছিল তামিমের। ব্যক্তিগত ১৩৩ রানে তৃতীয় দিন চা বিরতিতে গিয়ে আর ফিরেননি সেদিন। মাইলফলকে জন্য প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। তার সঙ্গে মুশফিক ব্যাট করছিল ব্যক্তিগত ২৪ রান নিয়ে। মাইলফলকে জন্য মুশফিকের প্রয়োজন ছিল আরো ৪৪ রান। সে সুবাদে মুশফিকের আগেই তামিম ৫ হাজার রান করতে যাচ্ছেন তা অনেকেই ভেবেছে। তবে চা বিরতির পর ব্যাট হাতে আর মাঠে নামেননি তামিম। প্রচণ্ড গরমে পানিশূন্যতায় কারণে হাতের পেশিতে ব্যথা অনুভব করার ফলে তিনি আর ঝুঁকি নেননি। পরদিন লিটন দাস আউট হওয়ার পর আবার মাঠে নেমেছিলেন। তবে সে যাত্রায় আর কোনো রানই যোগ করতে পারেননি তিনি। রাজিথার বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। বর্তমানে ৬৬ ম্যাচে ১২৬ ইনিংসে ৪৯৮১ রানের মালিক তামিম। যেখানে ৩১ হাফসেঞ্চুরি, ১০টি সেঞ্চুরির পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও আছে। তবে চট্টগ্রামে নিজের ঘরের মাঠে ১৯ রানের আক্ষেপ তার কাছে ভুলে যাওয়ার মতো নয়। সবার আগে ৫ হাজার রানের মাইলফলকেই নয় প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। এই ডাবল সেঞ্চুরির রেকর্ডেও তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। ২০১৩ সালে গল টেস্টে মুশফিকের প্রথম দ্বিশতকের গল্পটা মাইলফলকের মতোই। তৃতীয় দিন শেষে মোহাম্মদ আশরাফুল ব্যাট করছিলেন ১৯০ রানে।
– ইফতেখার শিমুল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়