করোনা পরিস্থিতি আরেকটি মৃত্যুহীন দিন, শনাক্ত ২৬

আগের সংবাদ

যেভাবে টাকা পাবেন গ্রাহকরা > ডেসটিনি মামলার রায়ে আদালতের নির্দেশনা : জব্দ করা সম্পদ বিক্রি ও জরিমানার অর্থ কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে

পরের সংবাদ

মির্জাপুরে বোরো সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: মে ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে বোরো ধান সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর খাদ্যগুদামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্যামল সরকার, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার উপস্থিত ছিলেন।
বোরো ধান সংগ্রহ অভিযানের প্রথমদিনে মির্জাপুর উপজেলার মস্তমাপুর গ্রামের কৃষক মো. পণ্ডিত আলীর কাছ থেকে ৫০ মণ ধান সংগ্রহ করা হয়। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার জানান, চলতি বছর এ এলাকার কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ২ হাজার ৮১৫ টন ধান কেনা হবে। এছাড়া মিল মালিকদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ২৮ টন চালও কেনা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়