ক্র্যাবের স্থায়ী অফিস দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

আগের সংবাদ

রপ্তানি পণ্যের বহর বাড়ছে : মাইলফলকের ঘরে টেক্সটাইল, কৃষি এবং চামড়াজাত পণ্য

পরের সংবাদ

করোনা পরিস্থিতি আরেকটি মৃত্যুহীন দিন, শনাক্ত ২৬

প্রকাশিত: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে সংক্রমিত দৈনিক শনাক্তের সংখ্যাটি ওঠানামা করলেও মৃতের সংখ্যাটি ২০ দিন যাবত স্থির রয়েছে। ২০ এপ্রিল দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃতের সংখ্যা শূন্যের কোটাতেই রয়েছে। গতকাল মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়। বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি পরীক্ষাগারে ৭ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষায় সংক্রমণের উপস্থিতি মিলেছে ২৬টিতে। মৃত্যুশূন্য মঙ্গলবারে সুস্থ হয়েছেন ২৬৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার ৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষায় সংক্রমণের উপস্থিতি মিলেছে ৩০টিতে। মৃত্যুশূন্য সোমবারে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪০ শতাংশ। ৫ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষায় রবিবার রোগী শনাক্ত হয় ২৩ জন।
মৃত্যুশূন্য এই দিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি। এর মধ্যে রোগী শনাক্ত হয় ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন। আর মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়