আমেরিকান নাগরিকের মৃত্যুর মামলায় স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার

আগের সংবাদ

মন্ত্রীপতœীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

পরের সংবাদ

ফাইভজি প্রসেসরসহ পোকো এম৪

প্রকাশিত: মে ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ভারতের বাজারে ফাইভজি সেগমেন্টে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমির সাবব্র্যান্ড পোকো। পোকো এম৪ নামে এটি বাজারে আনা হয়েছে। এটি রেডমি নোট ১১ই ফাইভজি স্মার্টফোনের অনুরূপ ভার্সন বলে জানা গেছে। তবে এর সেলফি ক্যামেরা ও অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। মার্চে চীনের বাজারে রেডমির স্মার্টফোনটি বাজারজাত করা হয়েছে। দুটি স্মার্টফোনের মধ্যে রিয়ার প্যানেলের ডিজাইনেই শুধু ভিন্নতা রয়েছে। পোকো এম৪ ফাইভজি স্মার্টফোনে সিনেম্যাটিক ৬ দশমিক ৫৮ ইঞ্চির ফুলএইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪০৮বাই১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ দেয়া হয়েছে। এর ওজন ২০০ গ্রাম। বাজারে পোকো ইয়োলো, কুল ব্লæ এবং পাওয়ার ব্ল্যাক রঙে স্মার্টফোনটি কেনা যাবে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৭০ ডলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়