আমেরিকান নাগরিকের মৃত্যুর মামলায় স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার

আগের সংবাদ

মন্ত্রীপতœীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা

প্রকাশিত: মে ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০-এর গণআন্দোলনের প্রধান নেত্রীতে পরিণত হয়েছিলেন তিনি। গতকাল শনিবার রাজধানীর প্রেস ক্লাবে ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ প্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় সম্মানিত আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিজ্ঞপ্তি
উপাচার্য ড. মশিউর রহমান বলেন, প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের নানা প্রতিক্রিয়া থাকবে। কিন্তু নেতৃত্বের কাজ হচ্ছে ভুলগুলোকে সুধরে একটি পরিচ্ছন্ন জায়গায় নিয়ে যাওয়া। এটি করেই বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক হয়েছেন। বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে যখন দেখলেন অগণতান্ত্রিক এবং সামরিক শাসনের যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। তিনি আবার সেই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে ৯০-এর গণঅভ্যুত্থানের প্রধান নেত্রী হয়েছেন। ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকন্যা নিরলস পরিশ্রম করেছেন।
উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে আমাদের আরো বেশি গবেষণা করতে হবে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে গবেষণায় আমাদের আরো বেশি সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামন নূর এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়