ভাঙাড়ির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৫

আগের সংবাদ

যুদ্ধের বাজারেও সিন্ডিকেট! রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু চক্র > বাজারে সরকারের মনিটরিং দুর্বল

পরের সংবাদ

কান উৎসবে রাশিয়া নিষিদ্ধ

প্রকাশিত: মার্চ ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের নাগরিকদের জন্য মঙ্গলজনক পরিস্থিতি ফিরে আসা এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখবে আয়োজকরা। গত ১ মার্চ কানের অফিসিয়াল ওয়েবসাইটে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়। বিবৃতিতে উল্লেখ রয়েছে, ‘এবারের উৎসবে আমরা রুশ প্রতিনিধিদের স্বাগত জানাবো না এবং রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেবো না।’ ইউক্রেনে রুশ হামলা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে মহাসংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া ও দেশটির নেতাদের এমন নেতিবাচক মনোভাবের নিন্দা জানিয়েছে কান উৎসব। আয়োজকদের দৃষ্টিতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কোনোভাবেই মেনে নেয়া যায় না।
একইসঙ্গে ইউক্রেনের জনগণ এবং এর অঞ্চলের বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়