দুদককে টিআইবি : সিন্ডিকেটের চাপেই কি শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি?

আগের সংবাদ

জীবনযাপনে মানসিক সুস্থতাও জরুরি

পরের সংবাদ

রাজবাড়ীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বলাৎকার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ল²ীকোল গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা।
শিশুটির মা জানান, গত বুধবার তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে ফিরলে তার ছেলে কান্নাকাটি করতে করতে বলে, পেটে ব্যথা করছে। পেটে গ্যাস জমেছে ভেবে ছেলেকে ওষুধ খাওয়ান মা। পরদিন বৃহস্পতিবার সকালে আরো অসুস্থ হয়ে পড়লে মা জানতে চান কিছু হয়েছে কিনা। তখন শিশুটি বলে, গত বুধবার সকালে ওই গ্রামের সজল তাকে সিগারেট নিয়ে যেতে বলেন। সিগারেট নিয়ে সজলদের বাড়ি যাওয়ার পর একটি ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে। এ ঘটনা কাউকে বললে মারধরের ভয় দেখানো হয়।
গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গেলে শিশুটির বাবা জানান, ঘটনার পর পুলিশ এসেছিল। অভিযোগ করতে থানায় যেতে বলেছে। অভিযুক্ত সজলের বাবা এসে মীমাংসা করে নিতে বলেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়