সোনারগাঁওয়ে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ ডাকাত গ্রেপ্তার

আগের সংবাদ

যেভাবে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : প্রতিদিন চারটি করে ক্লাস > নতুন কারিকুলাম > সাপ্তাহিক ছুটি ২ দিন > প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহ পর

পরের সংবাদ

এক পশলা বৃৃষ্টিতেই ইটের দাম বাড়ল হাজার টাকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈল উপজেলায় এক পশলা বৃষ্টিতেই ইটভাটাগুলোতে প্রতি হাজার ইটের দাম ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি গাড়ি ইটের দাম বেড়েছে ২ হাজার টাকা। গত ৩ ফেব্রুয়ারি বৈরী আবহাওয়ার কারণে উপজেলায় এক পশলা বৃষ্টি হয়ে যায়। ইটভাটাগুলোতে কাঁচা ইট নষ্ট হয়। অসময়ে হঠাৎ বৃষ্টিতে প্রত্যেকটি ইটভাটার মালিক ক্ষতির শিকার হন। বৃষ্টিপাতে নতুন তৈরি কাঁচা ইট অপসারণ করতে পারেননি তারা। ভেঙেচুরে যায় লাখ লাখ কাঁচা ইট। গতকাল বুধবার সকালে সরজমিন জিএইচবি ইটভাটাসহ কয়েকটি ভাটায় গিয়ে চোখে পড়ে এমন দৃশ্য।
এদিকে সুযোগ সন্ধানী মালিকরা তাদের লোকসান পুষিয়ে নিতে আগের দামের চেয়ে গাড়িপ্রতি ২ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছেন ইটের দাম। জিএইচবি ইটভাটা মালিক মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টির আগে ১ নম্বর ইট গাড়িপ্রতি নেয়া হতো ১৮ হাজার টাকা। ২ নম্বর ইট ১৫ হাজার টাকা। বৃষ্টির পরে প্রতিগাড়ি ১ নম্বর ইট নেয়া হচ্ছে ২০ হাজার টাকা। ২ নম্বর ইট ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এভাবে সব ভাটায় বৃষ্টির কারণে দাম বাড়িয়ে ইট বিক্রি করা হচ্ছে। দাম বাড়ায় ঠিকাদারদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ইটের মূল্য নির্ধারণে সরকারি কোনো পদক্ষেপ বা মূল্য নির্ধারণ করা না থাকায় ইচ্ছে মাফিক ইট বিক্রি করছেন ভাটা মালিকরা। সামান্য অজুহাতে তারা এমন কাজ করছেন। এমআরবি ভাটার ম্যানেজার মঞ্জুর আলম বলেন, এবার বৃষ্টিতে ভাটার ব্যাপক ক্ষতি হওয়ায় তা পুষিয়ে নিতে ইটের দাম বাড়িয়েছি।

জানা গেছে, রাণীশংকৈলে ২৮টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে পুরোদমে নতুন ইট উৎপাদনের কাজ চলছে। তারা সবাই ইটের দাম বাড়িয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, বিমানের ভাড়া যেমন নির্ধারণ করা নেই, তেমনি ইটের দামও নির্ধারণ করা নেই। ইটের বিষয়টায় আমরাও তো ভুক্তভোগী এটার একটা বিহিত হওয়া উচিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়