অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

রাজশাহীতে রাতে মার্কেট বন্ধের নির্দেশ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : করোনা সংক্রমণ রোধে রাজশাহীতে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এ নির্দেশের কথা জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ২১ ও ২৩ জানুয়ারি প্রদানকৃত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার রাজশাহীতে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
আব্দুল জলিল বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু রয়েছে, তা বহাল থাকবে। স্বাস্ব্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে বাস্তবায়ন করা হবে নতুন এ নির্দেশনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়