অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

গজারিয়ায় পুড়ে গেছে ৫ দোকান

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তোফাজ্জল হোসেনের কসমেটিক দোকানে আগুন জ্বলতে দেখে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আব্দুল বাসেদ মিয়া, তোফাজ্জল হোসেনের কসমেটিক দোকান ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া আপপাশের বেশকিছু দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রিফাত মল্লিক বলেন, প্রাথমিকভাবে আগুনে পাঁচটি দোকানের ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়