লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

ঢাকা থিয়েটার মঞ্চ : শিল্পকলায় নাট্যমেলার শেষ দিনে ‘বীরসা মুন্ডা’

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা থিয়েটার মঞ্চের আয়োজনে চার দিনব্যাপী নাট্যমেলার শেষ দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মঞ্চে দলটির প্রযোজনা ‘বীরসা মুন্ডা’ নাটকটির মঞ্চায়ন হলো। অলোক দেবের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা।
বীরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহের পরে বীরসাসহ তার শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বীরসার মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়। বিদ্রোহীদের কাছে তিনি বীরসা ভগবান নামে পরিচিত ছিলেন। বীরসার জীবন কাহিনী নিয়ে নাটকটি ছিল নাট্যমেলার সমাপনী দিনের প্রধান আকর্ষণ। এতে অভিনয় করে দলে নিয়মিত শিল্পীরা।
এদিন সুলতান সেলিম স্মৃতি সম্মাননা ২০২২ প্রদান করা হয় নাট্যকর্মী সেলিম উল্লাহ সরকার, আবদুস শহীদ মিঠু, সাইফুল ইসলাম, মু, হান্নান আহসান, শাহীন হুদা রোজীকে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিদের সম্মাননা তুলে দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ, গোলাম সারোয়ার, তাইদ তারেক, কাজী রফিক।
সফিউদ্দীন শিল্পালয়ে চিত্রপ্রদর্শনীতে গোলাম জোয়ার্দারের ‘অস্তিত্ব’ : শিল্পী ও লেখক গোলাম মোহাম্মদ জোয়ার্দারের ‘অস্তিত্ব’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চতুর্থ একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে প্রদর্শনীটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম

কুমার উকিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, এমবিট বিল্ডার্সের পরিচালক মো. মনির হোসেন,
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক
লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার। প্রদর্শনী চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর দরজা খোলা থাকবে সকাল ১১টা থেকে ৮টা পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়