তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

মগবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃতের পরনে ছিল কালো সোয়েটার ও চেক লুঙ্গি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার এসআই আলমগীর হোসেন জানান, গতকাল সকালে ওয়্যারলেস গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে কয়েকজন যুবক তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ওই ব্যক্তি রেললাইনের ওপর বসে ছিল। এ সময় একটি ট্রেন আসতে দেখে তাকে অনেক ডাকাডাকি করলেও সে সরে যায়নি। তখন ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়