চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

আগের সংবাদ

ইসি গঠন বিল ‘তড়িঘড়ি’ পাস : বিএনপি ও জাপার তীব্র বিরোধিতা > সার্চ কমিটিতে থাকবেন একজন নারী সদস্য

পরের সংবাদ

মাদারগঞ্জে শত্রæতার আগুনে পুড়ল ৪ গরু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে গত মঙ্গলবার রাতে পূর্বশত্রæতার জের ধরে গোয়াল ঘরে আগুন লাগিয়েছে প্রতিপক্ষ। এতে ৪টি গরুর ৪০ ভাগ পুড়ে গেছে। গরুর মালিক মো. রেজাউল মিয়া ও গ্রামবাসী জানান, একই গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে মেহেদি হাছান নয়ন আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে। পরে মাদারগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এলাকাবাসী আরো জানান, কয়েক দিন ধরে গভীর রাতে খড়ের পালায়, রান্নাঘরে আগুন লাগে এবং পুড়ে যায়। তাই রেজাউল মিয়া তার খড়ের পাল্লায় মোটর চালিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখে। মেহেদি প্রথমে খড়ের পাল্লায় আগুন লাগানোর চেষ্টা করে কিন্তু আগুন লাগে না। তখন সে গোয়ালঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। এ বিষয়ে ওই গ্রামের নুরনবী জানান, নির্বাচনের জের হিসেবে এই আগুন লাগার ঘটনা ঘটছে। শুধু বল মার্কার পক্ষের ভোটারদের বাড়িতেই আগুন লাগছে কিন্তু অন্য কোনো মার্কার ভোটারদের বাড়িতে আগুন লাগছে না। মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহাবুবুল আলম বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষের লোকজন থানায় আসেনি বা কোনো মামলা করা নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়