চট্টগ্রামে রিকশা-বাসের সংঘর্ষে যাত্রী নিহত

আগের সংবাদ

ইসি গঠন বিল ‘তড়িঘড়ি’ পাস : বিএনপি ও জাপার তীব্র বিরোধিতা > সার্চ কমিটিতে থাকবেন একজন নারী সদস্য

পরের সংবাদ

ধুনটে মানববন্ধন : বিনামূল্যের বই বিতরণে অর্থ আদায়ের প্রতিবাদ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সরকারি বই বিতরণে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ এবং অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদ করায় অভিভাবকের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিশ্বহরিগাছা, বহালগাছা ও ফড়িংহাটা গ্রামের ছাত্র ও অভিভাবকরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন-অর রশিদ সরকার। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি বই বিতরণকালে ৫০০ টাকা করে আদায় করেন। বিদ্যালয়ের সাবেক সদস্য ও অভিভাবক ইসমাইল হোসেন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ওই অভিভাবক সদস্যের সঙ্গে অশালীন আচরণ করেন। বক্তারা প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়