নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ হয়নি ২ বছরেও : নালিতাবাড়ীর ছয় গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার পাহাড়ি কোচপল্লী খলচান্দা গ্রামে যাওয়ার মিনি সেতুটি দুই বছর আগে বালুভর্তি ট্রাকের চাপে ভেঙে যায়। এ কারণে চলাচলে ভোগান্তিতে পড়েছে পোড়াগাঁও ইউনিয়নসহ আশপাশের ৪/৬ গ্রামের মানুষ। যাতায়াতে দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার খলচান্দা কোচপাড়া গ্রাম, আন্দারুপাড়া, বুরুঙ্গা ও বারমারী এলাকায় লোকজনের যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। ২০২০ সালে বালু বোঝাই একটি ট্রাক আসার সময় ওই সেতুর একাংশ ভেঙে গিয়ে দেবে যায়। সংস্কারের অভাবে সেতুটি এখন ভেঙে পড়ে আছে। যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
গ্রামবাসী জানান, সেতুটি দীর্ঘদিনেও সংস্কার না করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা করাতে নিতে গেলে দুর্ভোগ পোহাতে হয়।
পোড়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্ধনা চাম্বুগং বলেন, এই সেতু দিয়ে ৪-৬টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করত। দুই বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। এটি মেরামতের কোনো উদ্যোগ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও জুলফিকার আলী ভুট্রো জানান, গ্রামের মানুষ যদি অসুস্থ হয় তবে কষ্ট করে ভাঙা সেতু পার হতে হয়। কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না। তাই ভাঙা সেতুটি অপসারণ করে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতোমধ্যে জেনেছি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়