নাসির-তামিমার বিয়েকাণ্ডে মামলা : অভিযোগ গঠনের আদেশ ৯ ফেব্রুয়ারি

আগের সংবাদ

ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত : যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য, আইসোলেশনের সময়সীমা ৫ দিনের বেশি চান বিশেষজ্ঞরা

পরের সংবাদ

দৌলতখান : আহত শিশু রনির চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রাজ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৌলতখান উপজেলার রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. রনির (৬) চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নিলেন উপজেলার কৃতী সন্তান স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ।
তিনি গত রবিবার রাতে রনিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি শিশুটির চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন বলে জানান।
ডা. আফতাব ইউসুফ রাজ বলেন, বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে নজরে আসে।
পরিবারটি খুবই অসহায়। শিশুটি যাতে পৃথিবীতে হাসি মুখে বাঁচতে পারে, তাই চিকিৎসার দায়িত্ব নিয়েছি।
রনি দুর্ঘটনায় আহত হলে স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় বাবা বিল্লাল হোসেনের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। এ অবস্থায় স্থানীয় সাংবাদিকসহ অনেকেই তার চিকিৎসার সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি নজরে এলে চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নেন ডা. আফতাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়