নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

আগের সংবাদ

ওমিক্রনে ঝুঁকি বাড়ছে শিশুদের : রোগী বেড়েছে ৫ থেকে ৬ গুণ, উপসর্গ নিয়েও হাসপাতালে ভিড় করছেন রোগীরা

পরের সংবাদ

সাংবাদিকের ওপর হামলা : রূপগঞ্জে প্রতিবাদ সভা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। গতকাল রবিবার সকালে উপজেলার মঠেরঘাট প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সিনিয়র সহসভাপতি এ হাই মিলন, সাংবাদিক ছাত্তার আলী সোহেল, সুশীল সরকার, নজরুল ইসলাম, জি এম সহিদ, আহমেদ রাসেল, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম, আতাউর রহমান সানী, জাহাঙ্গীর মাহমুদ প্রমুখ।
আলামিন হক গত শনিবার বিকালে আন্তর্জাতিক বাণিজ্যমেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকায় যাওয়ার পথে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাহ্মণখালী এলাকায় গাড়ির সাইড নিয়ে তর্কের সময় হামলার শিকার হন।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়