ক্ষমা চেয়েছেন চীনা নাগরিক, টাকা চাননি সার্জেন্ট

আগের সংবাদ

জাতীয় পুরুষ বেসবল শুরু

পরের সংবাদ

প্রার্থীর প্রচারে বাধা-হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সরিষাবাড়ীতে এক মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা, সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে পিংনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নলসন্ধা গ্রামের পশ্চিম মীরকুটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, মোরগ প্রতীকের প্রার্থী সুরুজ্জামান আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে প্রশাসন দিয়ে হয়রানি ও বাড়ি বাড়ি গিয়ে হামলা ভাঙচুর, লুটপাট করেছে। এছাড়াও ফুটবল প্রতীকের প্রচার না করতে কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। আগামী ৩১ জানুয়ারি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছি আমি। মানববন্ধনে প্রার্থীর ভাই আব্দুল হাই মেম্বার, খবির উদ্দিন, মকবুল হোসেন, শাহজাহান শেখসহ ৫ শতাধিক মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়