সেশনজট নিরসনে গ্রীষ্মকালীন ছুটি কমাল ঢাবি

আগের সংবাদ

কী নির্দেশনা পেলেন ডিসিরা : জনগণের সেবক হতে হবে > খাদ্য নিরাপত্তা-বাজার স্থিতিশীল রাখা > সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ প্রতিরোধ

পরের সংবাদ

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত হাজার ছুঁইছুঁই

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে করোনা আক্রান্তের হার প্রতিদিন বাড়ছে। ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সরকারি হিসাবে চট্টগ্রামে একদিনেই করোনা শনাক্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ শতাংশ। অথচ নতুন বছরের প্রথমদিনে চট্টগ্রামে করোনা শনাক্ত হন ৯ জন। সে দিন শনাক্তের হার ছিল ০.৬০ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে তিন হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৮২৯ জন নগরের ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৮ হাজার ২৬৭ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা ২৯ হাজার ১৭৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৪১ জন। এতে শহরের বাসিন্দা ৭২৭ জন ও গ্রামের ৬১৪ জন। গতকাল ৯৪৯ জন করোনা শনাক্ত হলেও আগের দিন ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হন। শুধু জানুয়ারি মাসের প্রথম ১৯ দিনে করোনা শনাক্ত ৫ হাজারের কাছাকাছি। এর আগের তিন মাসে এত রোগী শনাক্ত হননি। চিকিৎসকরা সন্দেহ করছেন, করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমণ বাড়ছে। প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টও সক্রিয় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়