অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

বিশ্বকাপে হারে শুরু টাইগার যুবাদের

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিশ্বকাপ জয়ের ধারাবাহিকতা রক্ষা করার লক্ষ্যে গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে যুবা টাইগাররা। আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডের যুবারা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস এন্ড নেভিসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার যুবা অধিনায়ক রকিবুল হাসান। তবে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে ৩৫.২ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় রকিবুল বাহিনীর ইনিংস। ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ যুবারা। টাইগার যুবারা ২০ জানুয়ারি কানাডার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন। গতকাল ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যখন ৫১ রান তুলে চরম বিপদে সে সময় ব্যাট হাতে রিপন মন্ডল ও নাইমুর রহমান ৪৬ রানের জুটিতে গড়ে নিজেদের ইতিহাসের পাঁচ সর্বনি¤œ রানের রেকর্ড গড়ার হাত থেকে বাঁচান দলকে। বিশ্বকাপে এর চেয়ে কম রানে আর মাত্র দুবার অলআউট হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও আরিফুল ইসলাম ধীরগতিতে শুরু করতে গিয়ে বিপদ ডেকে আনেন। দলীয় ৬ রানে বয়ডেনের শিকার হয়ে সাজঘরে ফিরেন মাহফিজুল। এরপর ইংলিশ এই বোলার আউট করেন আরিফুলকে। দলীয় ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এমনকি উইকেটে থিতু হতে পারেননি প্রান্তিক নওরোজ নাবিলও। ১২ বল মোকাবিলা করে শূন্য রানে সাজঘরে ফিরেন তিনি। পিচের সামনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে লাক্সটনের থ্রোতে রান আউটের শিকার হন মোহাম্মদ ফাহিম। ৮ রানে ৪ উইকেট হারানো টাইগাররা শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ৯৭ রান তুলতে সমর্থ হয়। বাংলাদেশের ইনিংসে উল্লেখ করার মতো রান করেছেন রিপন মন্ডল। ৪১ বলে ৫ চার এবং এক ছক্কার সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন। রিপন মন্ডলের ১১তে নেমে ৩৩ এবং তার সঙ্গী নাইমুর রহমান করেছেন ১১ রান। যদিও জুটিটা ৭ রানেই থামতে পারত। সেলসকে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন রিপন। কিন্তু ৬ রানে থাকা রিপনের ক্যাচ ফেলে দিয়েছেন বয়ডেন। পরে বয়ডেনের বলে ইনিংসের প্রথম ছক্কা মেরে রিপন জ্বালা আরও বাড়িয়েছেন। ১৬ রানে ৪ উইকেট পেয়েছেন বয়ডেন, ১৮ রানে ২ উইকেট টমাস আসপিনওয়াল।যুবা টাইগারদের ৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংলিশ যুবারা জয়ের বন্দরে নোঙর করে। ইংলিশ ব্যাটারদের মধ্যে জ্যাকব বেথহেল ৪৩ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলেন।
দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জেমস রিউ। তিনি ২৬ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়