গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

চারঘাট : একদিনে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর টিকা গ্রহণ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে টিকাদান কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন স্কুলের ১২-১৮ বছর বয়সি সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরী।
উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. আশিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী বলেন, যেসব শিক্ষার্থীদের বয়স ১২-১৮ বছর হয়েছে, তাদের সবাইকেই কোভিড-১৯ টিকা গ্রহণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থীই টিকা নেয়া ছাড়া বিদ্যালয়ে যেতে পারবে না।
তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা এখনো টিকা নিতে পারেনি তাদের পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়